Acne ব্রণের সমস্যা দূর ঘরোয় উপায়ে - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
Recent post স্বাস্থ্য তথ্য
Acne ব্রণের সমস্যা দূর ঘরোয় উপায়ে

Acne ব্রণের সমস্যা দূর ঘরোয় উপায়ে

Recent post স্বাস্থ্য তথ্য
Short Description:

Product Description

Acne-pimple

সরিষা: মুখে ব্রণ বা অন্য কোনো সমস্যায় সরিষা দারুণ কাজ দেয়। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করতে পারে। এক টেবিল চামচের এক-চতুর্থাংশ সরিষা গুড়ো নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
গ্রিন টি Green Tea: বেশি করে গ্রিন টি ফুটিয়ে সেই পানি বরফ করে তা মুখে ব্রণের ওপরে মাখুন।
টমেটো: Tomato টমেটোকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এটি ত্বকের জন্য উপকারী। ত্বকের যেকোনও সংক্রমণকে কমাতে এটি বিশেষ সাহায্য করে। টমোটো কেটে টুকরো করে বা রস বানিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ ব্রণের ওপরে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
অ্যাপল সাইডার ভিনেগার: Apple cider vinegar ব্রণের সমস্যায় এটি দারুণ কাজ দেয়। তুলা মধ্যে  ভিনেগায় লাগিয়ে ব্রণের জায়গায় লাগান। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পুরো মুখে অ্যাপল সাইডার ভিনেগার লাগাবেন না।
লেবুর রস: রাতে শোবার আগে তুলোর বল লেবুর রসে ভিজিয়ে আক্রান্ত স্থানে সারারাত লাগিয়ে রাখতে পারেন। সকালে উঠে দেখবেন ব্রণের সমস্যা অনেক কমে গেছে।

0 Reviews:

Post Your Review