নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ ফেব্রুয়ারি থেকে - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
Recent post তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ ফেব্রুয়ারি থেকে

নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ ফেব্রুয়ারি থেকে

Recent post তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Short Description:

Product Description

১১ ডিজিটের মোবাইল ফোন
নম্বর অপরিবর্তিত রেখেই মোবাইল
অপারেটর পরিবর্তন (এমএনপি)
পদ্ধতিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

পাওয়া গেছে ৷ ফেব্রুয়ারি থেকেই
এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার অর্থমন্ত্রণালয় এ অনুমোদনের
ফাইল ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সূত্র
জানিয়েছে।
এমএনপি কার্যকর করার জন্য দু’
একদিনের মধ্যে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
কমিশনকে (বিটিআরসি) চিঠি
দেবে ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রণালয়। গত অক্টোবরে এমএনপি
ফাইলটি অর্থমন্ত্রণালয়ে পাঠানো
হয়।
বিটিআরসি জানায়, এমএনপি
সুবিধা চালু করতে অপারেটর
হিসেবে বিটিআরসি একটি
প্রতিষ্ঠানকে
নিয়োগ দেবে।
এ বিষয়ে টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম
বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়
থেকে এ সংক্রান্ত নীতিমালা
অনুমোদন পাওয়া গেছে।
অর্থমন্ত্রণালয়েরও অনুমোদন মিলেছে
৷ শিগগিরই আন্তর্জাতিক দরপত্র
আহবান করা হবে। উন্মুক্ত দরপত্রে
দেশি-বিদেশি যে কোনো
প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।
তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে
এমএনপি চালু হতে আগামী বছরের
ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে
পারে।
এর আগে তারানা হালিম
বলেছিলেন, এমএনপি চালু হলে
মোবাইল অপারেটরগুলোর
মধ্যে উন্নত মানের সেবা দেওয়ার
প্রতিযোগিতা তৈরি হবে।
টেলিযোগাযোগ সেবার গুণগত মান
অনেক বাড়বে।
এমএনপি নীতিমালা অনুসারে নম্বর
অপরিবর্তিত রেখে ৩০ টাকায়
গ্রাহকরা এক অপারেটর থেকে অন্য
অপারেটরে যেতে পারবেন। তবে
পুনরায় অপারেটরে পরিবর্তন করতে
চাইলে ৪০ দিন অপেক্ষা করতে হবে।
৪০ দিন পর গ্রাহক আবারো নতুন
অপারেটরে যেতে পারবেন বা
আগেরঅপারেটরে ফেরত আসতে
পারবেন।
উল্লেখ্য এসএনপি চালু করতে ২০১৩
সালের জুন মাসে মোবাইল ফোন
অপারেটরদের নির্দেশ দিয়েছিল
বিটিআররসি। নির্দেশনা জারির
তিন মাসের মধ্যে অপারেটরদের
এমএনপি সেবা শুরু করার জন্য একটি
কনসোর্টিয়াম গঠন করে প্রি-পেইড,
পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহককেই
এই সুবিধা দেওয়ার কথা বলা
হয়েছিল। কিন্তু অপারেটরদের
অনীহায় ও কারিগরি সীমাবদ্ধতায়
সে উদ্যোগ কার্যকর হয়নি।
পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান
ছাড়াও বিশ্বের ৭২টি দেশ
বর্তমানে এমএনপি সুবিধা চালু
রয়েছে।
বর্তমানে বাজারে ৬ মোবাইল
অপারেটরের ১৩ কোটির বেশি সিম
চালু আছে।নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের
সুযোগ ফেব্রুয়ারি থেকে


0 Reviews:

Post Your Review