হঠাৎ কমে গেছে আদার দাম - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
হঠাৎ কমে গেছে আদার দাম

হঠাৎ কমে গেছে আদার দাম

Short Description:

Product Description

খাতুনগঞ্জের পাইকারি বাজারে হঠাৎ
করে কমে গেছে আদার দাম। গত সপ্তাহে কেজিপ্রতি আদা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও গতকাল শনিবার তা কমে মানভেদে ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়। কোরবানির ঈদকে কেন্দ্র করে সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট কাঁচাপণ্য আড়তদার সমিতির সহ-সভাপতি আবসার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'বাজারে চীন থেকে আমদানিকৃত আদার চাহিদা বেশি। চট্টগ্রাম বন্দর দিয়ে এই আদা টনপ্রতি ১১৫০ থেকে ১২০০ ডলারে শুল্কায়ন হচ্ছে। সেই হিসাবে আমদানি খরচ হয় কেজিতে ৯০ টাকার মতো। কিন্তু বাজারে সেই আদা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়!'
তিনি বলেন, 'বাজার ধরার জন্য কিছু ব্যবসায়ী চাহিদার দিকে নজর না দিয়ে হুজুগে বেশি পণ্য আমদানি করেছেন। এখন এর খেসারত দিতে হচ্ছে সবাইকে। প্রায় সব ব্যবসায়ী এখন লোকসান দিয়ে আদা বিক্রি করছেন।'

জানা গেছে, চাক্তাই ও খাতুনগঞ্জের আড়তে গত সপ্তাহে চীনের ভালো মানের আদা বিক্রি হয়েছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। শনিবার সেই আদা বিক্রি হয়েছে কেজি ৬৫ থেকে ৭৫ টাকায়। এর চেয়ে কিছুটা মাঝারি মানের আদা বিক্রি হয়েছে ৬০ টাকায়। গত সপ্তাহে এই আদা বিক্রি হয়েছিল ৭৫-৮০ টাকায়। গত সপ্তাহে মাঝারি মানের দেশি আদা ৮৫-৯০ টাকায় বিক্রি হলেও গতকাল শনিবার তা ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছে।
চীনের আদার দাম হু হু করে বেড়ে যাওয়ায় কিছু ব্যবসায়ী কোরবানির ঈদকে কেন্দ্র করে মিয়ানমার থেকে আদা আমদানি করেছেন। টেকনাফ স্থলবন্দর হয়ে সেগুলো চাক্তাই-খাতুনগঞ্জের বাজারে ঢুকেছে। কিন্তু সেগুলো বাজার ধরতে পারেনি। গতকাল মিয়ানমারের আদা বিক্রি হয়েছে ৫২-৫৫ টাকায়। যদিও এক সপ্তাহ আগে সেগুলো বিক্রি হয়েছিল ৬৫-৭০ টাকায়।
খাতুনগঞ্জের ব্যবসায়ী আহমদুর রহমান কালের কণ্ঠকে বলেন, 'বিগত দেড়মাস ধরে বাজার ঊর্ধ্বমুখী থাকার পর সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দামে ধস নেমেছে। দাম আরো কমার শঙ্কায় খুচরা বিক্রেতারা বাড়তি আদা কিনে ঝুঁকি নিতে চাইছেন না। তাই বিক্রি কমে গেছে খাতুনগঞ্জে।'
ব্যবসায়ীরা বলছেন, নতুন উৎপাদিত দেশি আদা বাজারে আসতে আরো অন্তত দেড়মাস লাগবে। আর সেই সময় কোরবানির ঈদ থাকবে না বলে চাহিদা তত বেশিও থাকবে না। ফলে ওই সময় বাজারও মন্দা থাকবে।
এদিকে পাইকারি বাজারে আদার দাম কমলেও খুচরা বাজারে এখনো দাম কমেনি। কাজীর দেউড়ি কাঁচা বাজারে গতকাল শনিবারও কেজিপ্রতি চীনা আদা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।

0 Reviews:

Post Your Review