শরণার্থীদের জন্য নিজ বাড়ি হস্তান্তর করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
শরণার্থীদের জন্য নিজ বাড়ি হস্তান্তর করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

শরণার্থীদের জন্য নিজ বাড়ি হস্তান্তর করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

Short Description:

Product Description

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইউহা সিপিলা
তার ব্যবহৃত ঘড়টি উদ্বাস্তুদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন। অউলু শহরে উদ্বাস্তুদের খোঁজখবর নিতে এসে স্থানীয় শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রের অভ্যর্থকদের কাছে শরণার্থীদের ব্যাবহারের জন্য প্রধানমন্ত্রী ইউহা সিপিলা এ বাড়িটি হস্তান্তর করেন।
ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের বৃহত্তর নগর অউলুর কাছে ‘কেমপেলে’তে প্রধানমন্ত্রীর এই বাড়িটি। তিনি অবকাশ যাপনকালে মাঝেমাঝে এ বাড়িটি ব্যবহার করে থাকেন।
স্ত্রী মিন্না মারিয়া সিপিলার অভিপ্রায়ে ও পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, জানান প্রধানমন্ত্রী।
ফিনল্যান্ডে আগত কয়েক হাজার শরণার্থী ও অভিবাসীদের আবাসন সঙ্কটের তীব্রতা ও মানুষের ভোগান্তির সমাধানে তার এই সিদ্ধান্ত ফিনিশদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী সিপিলা উল্লেখ করেন।
অউলুর শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি দেশটির সব গির্জা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শরণার্থীদের ক্রমবর্ধমান আবাসন সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসারও আহ্বান জানান। 

0 Reviews:

Post Your Review