নাস্তা খেয়ে অজ্ঞান ৩০ গরু ব্যবসায়ী - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
নাস্তা খেয়ে অজ্ঞান ৩০ গরু ব্যবসায়ী

নাস্তা খেয়ে অজ্ঞান ৩০ গরু ব্যবসায়ী

Short Description:

Product Description

রাজশাহীতে হোটেলে নাস্তা খেয়ে
অজ্ঞান হয়ে পড়েছেন ৩০ গরু ব্যবসায়ী। রোববার ভোরে সিটি হাট সংলগ্ন একটি হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৬ গরু ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার জর্জ মিয়া (৪০), কালু (৩০), বেলাল (৩০), ইকবাল (৪৮), খাইরুল (২০) ও রশিদ (৩৫)। হাট ইজারদার আতিকুর রহমান কালু জানান, রাতে দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা এসে সিটি হাটে নামেন। রোববার ভোর রাতে ৩০ থেকে ৩৫ জন গরু ব্যবসায়ী সিটি হাটে আসেন। এরপর জাফর নামে এক হোটেল ব্যবসায়ীর হোটেলে সকালে নাস্তা করেন। এরপরেই তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৬ জনকে রামেক হাসপাতালে ভর্তি করেন। অন্য অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সংবাদ পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। জাফর নামে এক ব্যক্তির হোটেলে খাবার খাওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লেও সঙ্গে থাকা অন্য লোকজন সজাগ থাকায় টাকা-পয়সা খোয়া যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

0 Reviews:

Post Your Review