শিং মাছের পেটে ‘আল্লাহু’, অতঃপর যা ঘটল... - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
শিং মাছের পেটে ‘আল্লাহু’, অতঃপর যা ঘটল...

শিং মাছের পেটে ‘আল্লাহু’, অতঃপর যা ঘটল...

Short Description:

Product Description

শিং মাছের পেটে ‘আল্লাহু’, অতঃপর যা ঘটল...দিনাজপুর
জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের নশরতপুর গ্রামে
একটি শিং মাছের পেটে আরবী হরফে 'আল্লাহু' সদৃশ লেখা দেখা গেছে! মাছটিকে দেখার জন্য বালাপাড়ার আকরাম হোসেনের বাড়িতে দিনভর ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ।
জানা যায়, রবিবার আকরাম হোসেন রাণীরবন্দরের সুইহারীবাজার থেকে শিং মাছ কিনে বাড়িতে নিয়ে যান। এ মাছ পরিষ্কার করার সময় তার স্ত্রী মাছের পেটে সাদা রংয়ের আল্লাহু লেখা দেখতে পান। মুহূর্তের মধ্যে এ খবরটি ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। শত শত উৎসুক আবাল-বৃদ্ধ-বণিতা এক নজর মাছটি দেখতে তার দোকানে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
যদিও কেউ কেউ বিষয়টাকে মাছটির কোন রোগের কারণে এমন দাগ হয়েছে বলে মনে করছেন। তবে অধিকাংশের মত রোগের কারণে হুবহু আল্লাহু লেখা থাকার কথা নয়।

0 Reviews:

Post Your Review