সমান হচ্ছে তিন বাহিনীর প্রধানের পদমর্যাদা - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
সমান হচ্ছে তিন বাহিনীর প্রধানের পদমর্যাদা

সমান হচ্ছে তিন বাহিনীর প্রধানের পদমর্যাদা

Short Description:

Product Description

তিন বাহিনীর প্রধানের পদমর্যাদা সমান
করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামোতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানের বেতন সমান করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এসব কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোটা একটু ভিন্ন ধরনের, তাদের র‌্যাঙ্ক বেশি। বেসামরিক কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে সামরিক বাহিনীর সদস্যদের বেতন নির্ধারণ করা হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ বেতন (গ্রেড-১) মেজর জেনারেল ও সমমর্যাদার ৭৮ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল বা সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ৮২ হাজার টাকা, জেনারেল বা জেনারেল পদ মর্যাদার পাবেন ৮৬ হাজার টাকা। সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোতে সর্বনিম্ন স্কেলে (গ্রেড-২০) বেতন বেসামরিক কর্মচারীদের মতো আট হাজার ২৫০ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৈন্যরা সর্বনিম্ন স্কেলে বেতন পান না, তারা ১৭ তম গ্রেডে বেতন পেয়ে থাকেন।
তিন বাহিনীর মধ্যে সেনা প্রধান জেনারেল হয়ে থাকেন জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, তিনি নির্ধারিত ৪৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। নৌ ও বিমান বাহিনীর প্রধানরা লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদার। তারা নির্ধারিত ৪২ হাজার টাকা বেতন পাচ্ছেন। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তিন বাহিনীর বেতন সমান হওয়া সমীচীন। এ জন্য নতুন বেতন কাঠামোতে তিন বাহিনীর প্রধানের বেতন হবে ৮৬ হাজার টাকা। যা মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নৌ বাহিনী ও বিমান বাহিনীর প্রধানের র‌্যাঙ্ক আপগ্রেড করতে হবে। 

0 Reviews:

Post Your Review