স্পোর্টস আপডেট ডেস্ক : শিগগিরই ভারত সফরে যাবে বাংলাদেশ। মূলতঃ
ভারতের সাথে বাংলাদেশের কোনো ধরনের রাজনৈতিক বিরোধ নেই। যে কোনো সময়ে দ্বিপাক্ষীয় সিরিজের আয়োজন করাও সহজ ব্যাপার
কয়েকদিন আগে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সফরে আসে। এই সফরের পরে দুই দেশের সাথে সৃষ্টি হয় বেশ সুসম্পর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালো করেই নড়েচড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই এ দলের কোনো সিরিজ ছিলো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ দল নিয়ে চরম অবহেলা করছে বলে দেশের গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
কিন্তু এবার দেখা গেল ঠিকই এ দলের প্রতি গুরুত্ব দিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যতদূর জানা যায়, তাতে বলা যায় জাতীয় দলের মত এ দলকেও ব্যস্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রায় ১৫ দিনের সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। অন্যদিকে এ মাসের ২২ ও ২৭ তারিখ তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে ২২ সদস্যর এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদের মধ্যে রয়েছেন, শাহরিয়ার নাফিস আহমেদ, সাদমান ইসলাম, লিটন কুমার, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, আবুল হাসান, ছাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, নুরুল হাসান, জুবায়ের হোসেন, সাকলাইয়ন সজিব, আরাফাত সানি, শাহাদাত হোসেন, মো. শোহেব, মোস্তাফিজুর রহমান, মুক্তার আলী, ফরহাদ রেজা, জিয়াউর রহমান, জুনায়েদ সিদ্দিক, দেওয়ান ছাব্বির।
এদের মধ্যে থেকেই চূড়ান্ত স্কোয়াড যে কোনো সময়ে জানানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে জাতীয় দলের হয়ে যারা খেলেছেন তারাই এগিয়ে থাকবেন। অধিনায়ক করা হতে পারে শাহরিয়ার নাফিসকে।
0 Reviews:
Post Your Review