
আপনি ভাবতে পারেন একটা ক্রিকেট বোর্ড তার খেলোয়াড়দের নিয়মিত বেতন ভাতা দেয় না, বিশ্বকাপ খেলার জন্য বিমান ভাড়া দেয় নাই, এমনকি যে জার্সি পড়ে তারা বিশ্বকাপ খেলতে নামবে সেই জার্সি পর্যন্ত দেয় নাই? কোচ যাও একজন ছিলেন তিনিও
খুব একটা ট্রেনিং দেয়ার সুযোগ পান নাই...
বলা যায় তারা বিশ্বকাপে খেলতে খেলতে "বিশ্বকাপ" জয় করে ফেলেছে! যেখানে খেলোয়াড়দের পেছনে অন্যান্য ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা খরচ করে সেখানে প্রায় নি:শেষের পথে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এসব খেলোয়াড়দের দেশের প্রতি ভালোবাসা আছে বলেই নিজেদের খরচে বিমান ভাড়া দিয়ে ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে গিয়েছে...
নিজেদের টাকায় কলকাতা থেকে জার্সি বানিয়েছে... আর অবশেষে দেশকে একটা গৌরব উপহার দিয়েছে। স্যালুট উইন্ডিজ ক্রিকেট টীমকে, এবং অবশ্যই অধিনায়ক ড্যারেন সামিকে, যিনি বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়েও দলকে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছেন।
0 Reviews:
Post Your Review