মাগুরায় ইউপি নির্বাচনে দেশের একমাত্র ”তৃতীয় লিঙ্গের” প্রার্থী - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
জাতীয় রাজনীতি
মাগুরায় ইউপি নির্বাচনে দেশের একমাত্র ”তৃতীয় লিঙ্গের” প্রার্থী

মাগুরায় ইউপি নির্বাচনে দেশের একমাত্র ”তৃতীয় লিঙ্গের” প্রার্থী

জাতীয় রাজনীতি
Short Description:

Product Description

mn
ষ্টাফ রিপোর্টার-
বাংলাদেশে হিজরারা ‘হিজড়া’ বা ‘হিজরা’ হিসেবেই পরিচিত হবেন৷ তাঁদের নারী অথবা পুরুষের পরিচয় ধারণ করতে হবেনা৷ মন্ত্রিসভা হিজরাদের তৃতীয়
লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া নং ইউনিয়নের ১ ,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন হিজড়া রোজিনা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বর প্রার্থী হিসাবে তার ব্যাপক জন সমর্থন রয়েছে বলে তিনি দাবী করেন। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে জনগনের সেবা করতে চান।
রোজিনা বলেন, গত ইউপি নির্বাচনে আমি ভোট যুদ্ধে নেমেছিলাম। জনগন আমাকে বিপুল পরিমানে তাদের মূল্যবান ভোট দিয়েছিলেন। আমার বিজয় নিশ্চিত ছিল। কিন্তু সামান্য কিছু ভোটের ব্যবধানে আমি আমার লক্ষ্যে পৌছাতে পারিনি। আশা করিআমি এবার বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হব।। আমি বিজয়ী হলে এ বিজয় আমার হবেনা বিজয় হবে আড়পাড়া ৩নং ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষের। এসব মানুষের পাশে থেকে আমি তাদের সেবা করতে চাই। মাদক মুক্ত,দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াতে চাই। আমি সমাজের সকল স্তরের জনগনের দোয়া ও সমর্থন চাই।

0 Reviews:

Post Your Review