জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নানা দিক নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
সভাপতি নাজমুল হাসান পাপন।
নাসিরকে কেন দলে নেয়া হয়নি এই বিষয়ে তার কাছে জানতে
চান সাংবাদিকরা। বিসিবি সভাপতি তখন বলেন, ইদানিং ওর খেলার প্রতি তেমন মন নেই।
ওর মোবাইল দেখি ১২ টা আর গার্ল ফ্রেন্ড আছে ৮০টিরও বেশি। ও ব্যস্ত এসব নিয়ে। সে খেলার প্রতি এখন আর সিরিয়াস নয়।
দলে এখন তার মত আইন অমান্য করা কোনো ক্রিকেটার নেই। শনিবার রাতে কলকাতার গ্র্যান্ড হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি
0 Reviews:
Post Your Review