যেখানে রোনালদোর ধারেকাছে নেই মেসি
স্পোর্টস ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার নিরিখে লিওনেল মেসির চেয়ে পিছিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনার
আর্জেন্টাইন স্ট্রাইকারের ৫ পুরস্কারের বিপরীতে রোনালদোর পুরস্কার ৩। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তের সংখ্যায় রোনালদোর ধারেকাছেও নেই মেসি। শুধু মেসি নন, বিশ্বের কোনো ক্রীড়াবিদ তার আশপাশে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গারের ভক্ত সংখ্যা এখন ২০০ মিলিয়ন ছাপিয়ে। ফেসবুকে ১০৯.৭, ইনস্টাগ্রামে ৪৯.৬ ও টুইটারে ৪০.৭ মিলিয়ন ফলোয়ার রোনালদোর। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মোট ভক্ত সংখ্যা ২০০ মিলিয়ন ছাপিয়ে। ক্রীড়াবিদদের মধ্যে রোনালদোই প্রথম যার ভক্ত ২০০ মিরিয়ন ছাড়ালো। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির ফলোয়ার ১২০.৮ মিলিয়ন। ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকলেও মেসির টুইটার অ্যাকাউন্ট নেই। জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, কেভিন ডুরান্ট ও স্টেফ কারিয়া- এরা কেউ রোনালদোর জনপ্রিয়তার কাছাকাছিও নেই। রোনালদোর ফলোয়াদের সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের ১৩.৫ শতাংশ। এছাড়া ফ্রান্সে ৭.৪, ব্রাজিলে ৬.৪, মেক্সিকোয় ৬.২ ও যুক্তরাজ্যে তার ফলোয়ার ৫ শতাংশ।
0 Reviews:
Post Your Review