বিয়ের দিনেই বরের মৃত্যু - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
বিয়ের দিনেই বরের মৃত্যু

বিয়ের দিনেই বরের মৃত্যু

Short Description:

Product Description

বিয়ের দিনেই বরের মৃত্যু! ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চট্রগ্রাম: বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরযাত্রীও আসার অপেক্ষায়। কথা ছিল দুপুরের আগেই বর সেজে হাজির হয়ে বধু নিয়ে বাড়ি ফিরবেন সৌদি প্রবাসী মুহাম্মদ জয়নাল আবেদীন (২৭)।
তবে বরের বাড়িতে বধু সেজে যেতে কনের হাত মেহেদীতে রাঙানো হলেও বিয়ের সানাই বাজার আগেই শেষ মুহুর্তেই খবর এলো বর আর বেঁচে নেই ! বিয়ের দিন বুধবার সকাল এগারোটায় হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর জয়নাল।
এমনি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকায়। ওই এলাকার মৃত আবুল হোসেন ড্রাইবারের ছেলে সৌদি প্রবাসী মুহাম্মদ জয়নাল আবেদীনের (২৭) সাথে একই উপজেলার সুয়াবিল বারমাসিয়া গ্রামের সামশুল আলমের কন্যা পারভিন আকতারের সাথে সামজিকভাবে বিবাহের দিন ছিল বুধবার। কিন্তু বিবাহের দিনেই মৃত্যু হলো বর জয়নালের।
বি:দ্র: আর তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা শীশা ঢালা প্রাচীরের ভেতরও অবস্থান করো, তবুও।" (সূরা-নিসা, আয়াত-৭৮)

0 Reviews:

Post Your Review