চট্টগ্রামের চকবাজার থেকে ১০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার চকবাজারের ইয়াজদান মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আমীর উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হল- কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজরা গ্রামের জসিম উদ্দিন (৩১) এবং টেকনাফ থানার ডেলপাড়া গ্রামের মো. হোসেন (৪৮)।
র্যাব বলেছে, ইয়াজদান মার্কেটের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে জড়ো হলে ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়
0 Reviews:
Post Your Review