ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা সহ্য করা হবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে নির্বাসিত বহুল বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। তাসলিমা ব্লগারদের হত্যা বিষয়টি উল্লেখ করে তাদের পক্ষে অবস্থান না নিয়ে শেখ হাসিনা খুনী সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছেন বলে অভিমত প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাসলিমা নাসরিন তার ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় আরো বলেন, হাসিনা জানেন না গণতন্ত্র মানে কী। তিনি একনায়িকাতন্ত্রে বিশ্বাসী। তাসলিমার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল:
হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। দেশে যখন একের পর এক শিক্ষিত, সচেতন, এনলাইটেন্ড ব্লগারদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে,যখন বীভৎস ধর্মান্ধ খুনীরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এই অভিযোগ করে চাপাতি নাচিয়ে দিনে দুপুরে, যারা দেশের সম্পদ এবং গৌরব-- তাদের কুপিয়ে মারছে, তখন ভিকটিমদের পাশে বা নিহতদের পাশে না দাঁড়িয়ে, তাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে, খুনী সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছেন হাসিনা। তিনি বলেছেনঃ
'“এদেশে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার কোনো অধিকার কারও নেই। ধর্ম পালন করবেন না, করবেন না। কিন্তু অন্যের ধর্মে আঘাত দিতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা সহ্য করা হবে না।”
'“এদেশে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার কোনো অধিকার কারও নেই। ধর্ম পালন করবেন না, করবেন না। কিন্তু অন্যের ধর্মে আঘাত দিতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা সহ্য করা হবে না।”
স্বৈরাচারী ধর্মান্ধ সরকার ছাড়া এ ধরনের কথা কেউ বলে না। কোনও গণতান্ত্রিক সরকার হলে বলতেনঃ
''এদেশে কাউকে মৃত্যুর হুমকি দিয়ে কথা বলার অধিকার কারও নেই। ধর্ম পালন করছেন, করুন। কিন্তু অন্য কেউ পালন না করলে, ধর্ম নিয়ে তাদের ভিন্ন মত প্রকাশ করলে তাদের কোনওরকম আঘাত দিতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। কারও ওপর শারীরিক আক্রমণ হলে তা সহ্য করা হবে না।''
''এদেশে কাউকে মৃত্যুর হুমকি দিয়ে কথা বলার অধিকার কারও নেই। ধর্ম পালন করছেন, করুন। কিন্তু অন্য কেউ পালন না করলে, ধর্ম নিয়ে তাদের ভিন্ন মত প্রকাশ করলে তাদের কোনওরকম আঘাত দিতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। কারও ওপর শারীরিক আক্রমণ হলে তা সহ্য করা হবে না।''
হাসিনা জানেন না গণতন্ত্র মানে কী। তিনি একনায়িকাতন্ত্রে বিশ্বাসী। দেশের মানুষকে ধর্মের আফিম খাইয়ে- যকটা বেকুব তারও চেয়ে দ্বিগুণ বেকুব বানিয়ে- নিজের অরাজকতাকে গণতন্ত্র বলে চালাতে চান, এবং ক্ষমতার গদিতে বসে থেকে থেকে নিজের একখানা শক্তপোক্ত শেকড় গজিয়ে ফেলত news for bd24live.com
0 Reviews:
Post Your Review