আজ চিত্রনায়ক সালমান শাহ’র উনিশতম মৃত্যুবার্ষিকী - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
আজ চিত্রনায়ক সালমান শাহ’র উনিশতম মৃত্যুবার্ষিকী

আজ চিত্রনায়ক সালমান শাহ’র উনিশতম মৃত্যুবার্ষিকী

Short Description:

Product Description

আজ বাংলাদেশের কোটি
কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নেয়া প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র উনিশতম মৃত্যুবার্ষিকী । সিনেমা পাগল মানুষদের কাঁদিয়ে তিনি চলে যান না ফিরে আসার দেশে। তিন বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি ছবি দিয়েই তিনি মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নেন। তিনি পৃথিবী ছেড়ে গেলেও মানুষের হৃদয়ে রয়েছেন জ্বাজল্যমান ।
প্রয়াত সালমান শাহ’র আত্মার শান্তি কামনা করছি। সালমান ভক্তরা বিশ্বাস করে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। মাননীয় আদালাত হত্যা মামলাটি পূনরায় সচল করার নির্দেশ দিয়েছেন। আমরা সালমান ভক্তরা এই জঘন্য হত্যাকান্ডের বিচার চাই।
সালমান শাহ ছিলেন,আছেন,থাকবেন আমাদের মাঝে সবসময়য়। বিনম্র শ্রদ্ধা রইলো এই মহানায়কের মহাকীর্তির প্রতি।

0 Reviews:

Post Your Review