মুসলমানদের সম্মেলন মঞ্চে প্রকাশ্যে নগ্নবক্ষা হয়ে দুই তরুনীর অদ্ভুত আচরনে বিস্মিত সবাই - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
মুসলমানদের সম্মেলন মঞ্চে প্রকাশ্যে নগ্নবক্ষা হয়ে দুই তরুনীর অদ্ভুত আচরনে বিস্মিত সবাই

মুসলমানদের সম্মেলন মঞ্চে প্রকাশ্যে নগ্নবক্ষা হয়ে দুই তরুনীর অদ্ভুত আচরনে বিস্মিত সবাই

Short Description:

Product Description

2C438B86000আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী
প্যারিসের উপকন্ঠে মুসলমানদের একটি সম্মেলন চলাকালে দুই নারী নগ্নবক্ষা হয়ে সম্মেলনের মঞ্চে উঠে ‘প্রতিবাদ’ জানিয়েছে। তবে সেসময় সহিংসতার শিকার হয়েছেন তারা।
২৫ ও ৩১ বছ বয়সী এ দুই নারী নারীবাদী সংগঠন ‘ফেমেন’ এর সদস্য। তবে এ দুই নারীর নাম এখনো প্রকাশ করা হয়নি।
muslim-kicks-feminist-protester-at-islamist-conference-in-france-2
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সম্মেলন চলাকালে হঠাৎই নগ্নবক্ষা এ দু নারী মঞ্চে উঠে পড়ে। তারা মাইক্রোফোন ছিনিয়ে নেয় এবং প্রতিবাদ জানাতে থাকে। মাইক হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়; দুই আলোচক যখন ‘স্ত্রীকে প্রহার করা যাবে কী যাবে না’ বিষয়ে আলোচনা করছিলেন, সে সময়ই এ দু নারী মঞ্চে উঠে পড়েন। তাদের একজনের গায়ে লিখা ছিলো ’কেউ আমাকে ক্রীতদাস করতে পারবে না’ এবং অন্য নারীর গায়ে লেখা ছিল ‘আমিই আমার নবী’।
2C438B7D00000578-0-image-a-46_1442146181809
ফেমেন’র একজন মুখপাত্র ইনা শেভচেঙ্কো বলেন, উপস্থিত অনেকেই এদেরকে মারতে থাকে। তাদেরকে উদ্ধার করার জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। সম্মেলনের উদ্যোক্তারা বলেছেন, তারা এ দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
উল্লেখ্য, ‘ফেমেন’ একটি আন্তর্জাতিক নারীবাদী সংস্থা যারা নারী অধিকার বাস্তবায়নে নগ্নবক্ষা হওয়াকে যারা প্রতিবাদের এক পদ্ধতি বলে মনে করেন।

0 Reviews:

Post Your Review