আচমকাই ভারত-চীন সীমান্ত উত্তপ্ত, যুদ্ধের শঙ্কা! - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
আচমকাই ভারত-চীন সীমান্ত উত্তপ্ত, যুদ্ধের শঙ্কা!

আচমকাই ভারত-চীন সীমান্ত উত্তপ্ত, যুদ্ধের শঙ্কা!

Short Description:

Product Description

ভারত-চীন সীমান্তে আচমকা
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার দুপুর থেকে সীমান্তে মুখোমুখি হয়েছে দুই দেশের নিরাপত্তাবাহিনী। ভারত সরকারের একটি সূত্রে এই খবর জানানো হয়েছে। দুই দেশের পারস্পরিক টহলদারি এলাকায় ওয়াচ টাওয়ার বসানো থেকেই অশান্তির সূত্রপাত।

কিছুদিন আগে ওই জায়গায় ওয়াচ টাওয়ার বসায় চীন। শুক্রবার সেই ওয়াচ টাওয়ার ভেঙে দেয় ইন্দো-তিবেতান পুলিশ। এরপরই দুই দেশের সৈন্য সমাবেশ হতে শুরু করে। তারপরই ওই টহলদারি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়।
চীন উত্তর লাদাখের বার্ৎসে জায়গায় তাদের বলেই দাবি করে আসছে। এই দাবি মেনে নেয়নি ভারত।

0 Reviews:

Post Your Review