নিউইয়র্কে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক
নিউইয়র্কে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ

নিউইয়র্কে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ

অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক
Short Description:

Product Description


নিউইয়র্কে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ত এলাকা টাইম স্কয়ারসহ
অন্যান্য বেশ কিছু এলাকায় মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ করা হচ্ছে। এ ধরনের পোশাক পরিহিত নারীদের ওপর ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডি ব্লাজিও। নানা মহলের আপত্তির মুখে ওই নারীদের তৎপরতা বন্ধে উপায় খোঁজার কথা জানিয়েছেন মেয়র ব্লাজিও। এ ক্ষেত্রে আইন প্রয়োগ করার কথা বলেছেন তিনি।
জানা যায়, টাইম স্কয়ারে প্রায়ই জেগে থাকা একদল প্রায় বিবস্ত্র নারী তাদের শরীরে নানা আঁকিবুঁকি নিয়ে নানা রংঢঙে পর্যটকদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত থাকেন। লোকজনের সঙ্গে ছবি তোলার বিনিময়ে তাঁরা বকশিশ নেন। এভাবে তাদের ভালো রোজগার হয়। নিউ ইয়র্কে অর্ধনগ্ন হয়ে শরীরে চিত্র আঁকা এবং তা প্রদর্শন বেআইনি নয়। এ ব্যাপারে নানা মহল আপত্তি জানিয়ে আসছে।
এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র ডি ব্লাজিও বলেন, টাইম স্কয়ারে এসব নারী তাদের নাগরিক অধিকারের চেয়ে বেশি কিছু করছেন। শরীরে আঁকা ছবি দেখিয়ে তারা উপার্জনে নেমেছেন। তাদের তৎপরতা বন্ধের উপায় খোঁজা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথম সংশোধনীতে নাগরিকদের মত ও অভিব্যক্তি প্রকাশ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। অধিকার প্রকাশ করে অর্থ উপার্জন নিয়ন্ত্রণ করা যায় কিনা- তা এখন খতিয়ে দেখা হচ্ছে। এটি নিয়ন্ত্রণে ব্যবসা-সংক্রান্ত আইন প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাগরিক অধিকারকর্মীদের ভাষ্য, আইন অনুযায়ী টাইম স্কয়ারের ওই নারীদের নিয়ন্ত্রণ করার তেমন সুযোগ নেই।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

0 Reviews:

Post Your Review