পেঁয়াজের কেজি এক টাকা - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
জাতীয়
পেঁয়াজের কেজি এক টাকা

পেঁয়াজের কেজি এক টাকা

জাতীয়
Short Description:

Product Description


বগুড়ায় হঠাৎ ভারতীয় পেঁয়াজের দাম পড়ে
গেছে। দু'দিন ধরে খুচরা প্রতি কেজি ৫ টাকা করে বিক্রি হচ্ছে। তবে আড়তে এক থেকে সোয়া এক টাকা। দাম কম হওয়ায় ক্রেতারাও দোকানে ভিড় করছেন। রোজা সামনে রেখে অনেকেই বেশি করে কিনছেন। আড়ৎদাররা বলছেন, আমদানি বেশি ও বিক্রি না হওয়ায় পেঁয়াজের বস্তায় পচন ধরছে। তাই কম দামে বিক্রি করে দিচ্ছেন। শনিবার সকালে শহরের কাঁচামালের সর্ববৃহৎ বাজার ফতেহআলী বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারি প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩০ থেকে ৩১ টাকা ও ভারতীয় (এলসি) পেঁয়াজ ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি একটু পচন ধরা ভারতীয় পেঁয়াজ ৪৪ থেকে ৫০ টাকা বস্তা বিক্রি হচ্ছে। প্রতি বস্তায় ৪০ থেকে ৪৫ কেজি পেঁয়াজ থাকে। লক্ষ্মীভাণ্ডার আড়তের কর্মচারী মাহিদুল ইসলাম জানান, এবার ভারতীয় পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। বৃষ্টি ও প্রচণ্ড গরমের কারণে গুদামে থাকা পেঁয়াজের বস্তায় পচন ধরেছে। তাই ভালো পেঁয়াজ ১০ টাকা ও পচন ধরা পেঁয়াজ এক থেকে সোয়া টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে মহাজনের অনেক ক্ষতি হচ্ছে। সুলতানগঞ্জপাড়ায় কয়েক দোকানে গিয়ে দেখা গেছে, ক্রেতা বিশেষ করে নারীদের উপচে পড়া ভিড়। সবাই পেঁয়াজ কিনছেন। প্রতি কেজি ৫ থেকে ৭ টাকা দরে। দাম কম হওয়ায় এবং সামনে রোজার জন্য কেউ কেউ এক মণ পর্যন্ত কিনছেন। এক দোকানি লিখন শেখ জানান, আড়তে বিক্রি না হওয়ায় কম দামে বিক্রি করে দিচ্ছে। তারা সেখান থেকে এনে ভালো পেঁয়াজ ৭ টাকা ও একটু খারাপ ৫ টাকা কেজি বিক্রি করছেন। তিনি দু'দিনে ১০ মণ পেঁয়াজ বিক্রি করেছেন। পাশের দোকানি মাক্কু শেখ বলেন, তিনি ১০ মণের বেশি বিক্রি করেছেন। হারুনুর রশিদ নামে এক ক্রেতা জানান, সামনে রোজা। ওই সময় এ পেঁয়াজ কমপক্ষে ৪০ টাকা কেজি দরে কিনতে হবে। এখন প্রতি কেজি ৫ টাকায় মেলায় তিনি ৩০ কেজি কিনেছেন। সাবেক পৌর কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা জানান, বেশি কিনলে পচে যাবে তাই তিনি মাত্র ৩ কেজি কিনলেন। তিনি জানান, পেয়াজ দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষের খুব সুবিধা হচ্ছে। বিকাল পর্যন্ত ওই দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। 

0 Reviews:

Post Your Review