মে দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ- পরিচালক আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদারাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররমের সনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
মেরাজ শব্দের অর্থ উর্দ্ধাকাশে গমন। শবে মেরাজ মানে উর্দ্ধাকাশে গমনের রাত। ১৪০০ বছর আগে ২৬ রজব দিবাগত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথপেকথন শেষে পৃথিবীতে ফিরে আসেন মহানবী (সা.)। এ ঘটনা নবী করিম (সা.) এর মোজেজা হিসেবে প্রকাশ পেয়েছিল। তাঁর উম্মতের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এ দিনে। বিশ্বের শত কোটি মুসলমান মেরাজের ঘটনাকে বিনা প্রশ্নে বিশ্বাস করেন। রাতটি শবে মেরাজ হিসেবে পালন করেন। এ রাতে ইসলাম ধর্মাবলম্বীরা জিকির আসকার ও নফল ইবাদত-বন্দেগি করেন।
0 Reviews:
Post Your Review