নোয়াখালীতে অলৌকিক ঘটনা: পানির কন্ঠে আল্লাহ-র পবিত্র নাম! - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
ইসলামের কথা
নোয়াখালীতে অলৌকিক ঘটনা: পানির কন্ঠে আল্লাহ-র পবিত্র নাম!

নোয়াখালীতে অলৌকিক ঘটনা: পানির কন্ঠে আল্লাহ-র পবিত্র নাম!

ইসলামের কথা
Short Description:

Product Description

00a
সদর প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পূর্ব ধুমচর গ্রামে সৈয়দ মেম্বারের বাড়ীতে ঘটে এক অলৌকিক ঘটনা। পানির টিউবয়েল থেকে মানুষের কন্ঠে বেরিয়ে
আসে আল্লাহ আল্লাহ শব্দ। আমরা যদিও পূর্বে শুনেছিলাম পাখির কন্ঠে, মোরগের কন্ঠে, এবং বিভিন্ন প্রকারের জীবজন্তুসহ আল্লাহ্-র সৃষ্টিকূলের কন্ঠে আল্লাহরই পবিত্র নাম। কিন্তু জীব বিহীন কোন বস্তুর মধ্য থেকে এই ধরণের অলৌকিক ঘটনা আর শুনা যায় নি। ঘটনার খবর পেয়ে অত্র প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন কালে বাড়ীর মালিক সৈয়দ আহাম্মদ (৮০) জানান, আমার বাড়ীতে ব্যবহারকৃত পানির কলের ভিতর থেকে আজ থেকে এক মাস আগে ভোর ৪টার সময় আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়ে আসে।
ঐ সময় আমার ফ্যামিলির সকলে এই আওয়াজ শুনতে পান। বাহিরের মানুষকে ঘটনাটা জানাই নাই। মানুষ মশকরা করবে এবং পাগল বলবে তাছাড়া কেউ বিশ্বাস করবে না। হঠাৎ করে গত ৬ এপ্রিল রাত ১১ ঘটিকার সময় কল থেকে পানি নেমে যাওয়ার একটা শব্দ আসে। তখন দৌড়ে এসে দেখি পানি ভর্তি কল কিন্তু ভিতর থেকে স্পষ্ট আকারে আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে।
তৎক্ষনাৎ আমি আমার বাড়ীর সকলকে ডেকে নিয়ে আসি এবং আশ পাশের লোকজনকে জানাই। সাথে সাথে মোবাইলে ভয়েজ রেকর্ড করে নিলাম। যা এখন বিভিন্ন মিডিয়া প্রতিনিধির কাছে রয়েছে। এই শব্দটা প্রায় ১০ মিনিট পর্যন্ত থাকে তারপর আবার বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকার মানুষ ভিড় জমান। কিছু মানুষ টিউবয়েলকে সালাম করে এবং নিয়ত করে পানি পান করেন। তখন বাড়ীর মালিকগণ সকলকে এই ধরণের কাজ করার জন্য নিষেধ করেন।
এবং তারা একজন আলেমের সাথে আলাপ করলে তিনি এসে ব্যাপারটা দেখবেন বলে জানান। এই নিয়ে এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

0 Reviews:

Post Your Review