মনোহরগঞ্জ (কুমিল্লা) ১১ এপ্রিল : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে বিরূপ মন্তব্য করায় উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা রানী সাহার বিচার চেয়ে
বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার ৭ম শ্রেণির ক্লাস নিতে গিয়ে শিক্ষিকা সঞ্চিতা রানী হযরত মুহাম্মদ (সঃ) এর সাথে জাতির জনক বঙ্গবন্ধুর তুলনা করে বলেন, যাকে আমরা দেখিনি, যার ছবি আমরা দেখি না, তার প্রতি বিশ্বাস করা আমাদের ঠিক হবে না।
এছাড়া তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য যা করেছেন হযরত মুহাম্মদ (সঃ) এর অর্ধেকও করেননি। এ সময় ওই শিক্ষিকা শিক্ষার্থীদের সামনে হিন্দু ধর্মের বিভিন্ন গুণের কথা তুলে ধরেন।
গতকাল রবিবার বিদ্যালয় মাঠে এলাকার লোকজন ঐ শিক্ষিকার ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্নার সমন্বয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র ভট্ট।
0 Reviews:
Post Your Review