এল কার্টার মাস্টার মুস্তাফিজের প্রতিভার ভাণ্ডার।
ক্রিকেটে লাসিথ মালিঙ্গা যখন ইয়রকার দিতেন তখন তা ঠেকাতে অনেক কষ্টই করতে হত ব্যাটসম্যানদের। সেই ইয়রকার স্পেশালিস্টের তালিকায় বিশ্ব ক্রিকেটে নতুন আবিষ্কার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান যখন ইয়রকার বল করেন তখন তা ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পরে।
এভারের আইপিএলে হ্যায়াদ্রাবাদ বনাম কোলকাতার ম্যাচে কোলকাতার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে যেভাবে ইয়রকার মেরে আউট করলেন, এটা আইপিএলের ইতিহাসে সেরা ইয়রকার বলে বিবেচনা করা হয়। টানা ১৪০-১৪৫ এর মধ্যে বল করে স্পিনারদের মত কব্জি বাকা করে ইয়রকার বল করতে পারাটা এক ধরনের বিস্ময় বটে।
এরই মধ্যে মুস্তাফিজকে নিয়ে বিশ্বের বড় বড় ক্রিকেট লিজেন্ডদের মন্তব্যও পাওয়া গেছে। তারা বলছেন এমন বোলার ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। তারা সবাই মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের পরবর্তী লিজেন্ড হিসাবে অবহিত করেছেন।
ভবিষ্যতের সেরা বলার হতে চলেছেন হরিদয়াল রায় ।
ReplyDelete