দারুণ সুখবর, ডিশ লাইন ছাড়াই দেখা যাবে সব চ্যানেল! - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
বিনোদন
দারুণ সুখবর, ডিশ লাইন ছাড়াই দেখা যাবে সব চ্যানেল!

দারুণ সুখবর, ডিশ লাইন ছাড়াই দেখা যাবে সব চ্যানেল!

বিনোদন
Short Description:

Product Description

news_picture_31919_dish
অবসান হতে যাচ্ছে পাড়া-মহাল্লায় ডিশ ব্যবসায়ীদের দৌরাত্ম। এখন থেকে দেশ-বিদেশের চ্যানেল দেখতে হলে ধরণা দিতে হবে না ডিশওয়ালাদের কাছে। অর্থাৎ নিজেই নিজের ইচ্ছে মতো ডিশ লাইন ছাড়াই সব টিভি চ্যানেল দেখতে পাবেন।
ভাবছেন
এ আবার কেমন কথা! ডিশ লাইন ছাড়া কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়! খুব সহজেই এটা এখন থেকে করতে পারবেন আপনি। শুধুমাত্র খানিকটা অপেক্ষা। এরপর শেষ হবে ডিশ লাইনওয়ালাদের একচেটিয়া দৌরাত্ম্যের।
জানা গেছে, বাংলাদেশে বর্তমানে ডিটিএইচ সেবার দেওয়ার ২টি অপারেটরকে লাইসেন্স দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আর বাদবাকি সবই অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করছে। টিভি দর্শকদের কয়েকটি ক্যাবল অপারেটর ও টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল বিটিভির ওপর নির্ভর করতে হয়।
ব্যক্তিগত ডিশ ব্যবহারকারীরা অল্প কয়েকটি ফ্রি চ্যানেল দেখাতে পারে। ভারতীয় অপারেটররা দর্শকদের কোনো স্থানীয় বাংলা টিভি ও সরকারকে কোনো কর না দিয়ে অবৈধভাবে উচ্চমুল্যে ডিটিএইচ ব্যবসা করছে। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শকরা এখন তার বাড়িতেই একটি ছোট ডিশ ও রিসিভারের মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করতে পারবেন। এর ফলে ডিশ লাইনওয়ালাদের মতো আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে ক্যাবল সংযোগ দেওয়ার প্রয়োজন পড়বে না।
সূত্র বলছে, ৩ বছর আগে ক্যাবল অপারেটরদের আপত্তি উপক্ষো করেও দেশের দুটি বড় কোম্পানিকে ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবার অনুমতি দিয়েছিল সরকার। সেই অনুযায়ী প্রথম ডিটিএইচ কোম্পানি চালুর ঘোষণা দিয়েছে বেক্সিমকো। আর এই পরিসেবা খুব শিগগির চালু হতে যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সেবা চালু হলে একজন গ্রাহক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তার পছন্দমতো সব চ্যানেল ঝকঝকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন। নতুন এ কোম্পানিতে বেক্সিমকোর অংশীদার হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান জিএস গ্রুপ।

0 Reviews:

Post Your Review