৪র্থ দফা ইউপি নির্বাচনে মনোহরগঞ্জে ৩২ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
জাতীয়
৪র্থ দফা ইউপি নির্বাচনে মনোহরগঞ্জে ৩২ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

৪র্থ দফা ইউপি নির্বাচনে মনোহরগঞ্জে ৩২ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

জাতীয়
Short Description:

Product Description

৪র্থ দফা ইউপি নির্বাচনে মনোহরগঞ্জে ৩২ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারকুমিল্লার মনোহরগঞ্জে ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ৩২ জন প্রার্র্থী
তাদের প্রার্থীতা প্রত্যহার করে নিয়েছে। আজ সোমবার ৪র্থ দফা ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা মতে প্রত্যাহারের শেষ দিনে বিএনপির সমর্থীত ২ জন চেয়ারম্যান প্রার্থী, সতন্ত্র থেকে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসন থেকে ৪ জন প্রার্থী, সাধারণ আসন থেকে ২২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। এর মধ্যে বিপুলাসার ইউপির বিএনপি প্রার্থী, মোঃ রাশেদুল ইসলাম, মৈশাতুয়া ইউপির বিএনপি প্রার্থী, মোঃ সিদ্দিকুর রহমান, ঝলম (উঃ) থেকে সতন্ত্র প্রার্থী আব্দুল মজুদখান রাজু, লক্ষণপুর ইউনিয়ন থেকে সতন্ত্র প্রার্থী আব্দুল বাতেন মজুমদার, বিপুলাসার ইউনিয়ন থেকে সতন্ত্র প্রার্থী মোঃ আমির হোসেন, খিলা ইউনিয়ন থেকে মোঃ শহীদ উল্লাহ, সংরক্ষিত আসনে মৈশাতুয়া ইউপির ১নং আসন থেকে মর্জিনা আক্তার, উত্তর হাওলা ইউপির ২নং আসন থেকে নূরজাহান বেগম, লক্ষণপুর ইউপির ২নং আসন থেকে মাসুদা আক্তার ও পাখি বেগম, সাধারন আসনে ১নং বাইশগাঁও থেকে ৫নং ওয়ার্ডের মুকছুদ আলম, ৩নং হাসনাবাদ থেকে ৭নং ওয়ার্ডের মোঃ নাঈম হোসেন, ৯নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৪নং ঝলম (উঃ) থেকে ১নং ওয়ার্ডের মোজাম্মেল হোসেন, ৬নং মৈশাতুয়া থেকে ১নং ওয়ার্ডের মোঃ খোকন, ৪নং ওয়ার্ডের মন্নান, ৭নং লক্ষণপুর থেকে ১নং ওয়ার্ডের মোঃ আবু তাহের, ৫নং ওয়ার্ডের আলী আকবর ও মাসুদ আলম, ৮নং খিলা থেকে ১নং ওয়ার্ডের সুরুজখান, ৪নং ওয়ার্ডের মোঃ শফিকুর রহমান, ৯নং উত্তর হাওলা থেকে ৫নং ওয়ার্ডের মোঃ জাফর আহম্মেদ, ১০নং নাথেরপেটুয়া থেকে ৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেন, ৬নং ওয়ার্ডের হারুন অর রশিদ, ১১নং বিপুলাসার থেকে ৬নং ওয়ার্ডের মোঃ সাদেক, ৭নং ওয়ার্ডের মোঃ মহিন উদ্দিন, ৮নং ওয়ার্ডের মোঃ জামাল, ৯নং ওয়ার্ডের ওহিদুর রহমান, রিটানিং অফিসারের কার্যালয়ে লিখিত আবেদন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে।
(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)

0 Reviews:

Post Your Review