মসজিদে ঢুকে মুসল্লীদের উপর হামলা করে লিপন চন্দ্র দাস - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
জাতীয়
মসজিদে ঢুকে মুসল্লীদের উপর হামলা করে লিপন চন্দ্র দাস

মসজিদে ঢুকে মুসল্লীদের উপর হামলা করে লিপন চন্দ্র দাস

জাতীয়
Short Description:

Product Description

Gopalganjগোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির খর্দ্দা পাড়া গ্রামের বি,এন,কে মসজিদে ঢুকে মুসল্লিদের
উপর হামলা চালিয়েছে লিপন চন্দ্র দাস নামের  স্থানীয় এক সনাতন ধর্মালম্বী যুবক।এতে ২ জন মুসল্লি আহত হয়েছেন।১ জন মুসল্লি গুরুতর আহত হওয়ায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শনিবার মাগরিবের নামাজে পূর্বক্ষণে এ ঘটনাটি ঘটে।লিপন চন্দ্র দাস খর্দ্দা পাড়া গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস বদইয়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,লিপন চন্দ্র দাস এলাকায় বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে।তার বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এলাকায়। শনিবার মসজিদে ঢুকে নিজের স্ত্রীকে নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে রিপনকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।পরে উত্তেজিত মুসল্লিরা লিপনের বাড়িতে ভাংচুর করে।খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় মেম্বার মখবিল আলী সিপার আহমদ সহ ব্যাক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন।এ ঘটনায় এলাকায় তুলপাড় চলছে। সারা রাত পুলিশের নজরদারিতে ছিল এলাকা। শংকিত রয়েছেন এলাকাবাসী

0 Reviews:

Post Your Review