রিপোর্টারের অশালীন প্রশ্নে সপাটে চড় সানির - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
বিনোদন
রিপোর্টারের অশালীন প্রশ্নে সপাটে চড় সানির

রিপোর্টারের অশালীন প্রশ্নে সপাটে চড় সানির

বিনোদন
Short Description:

Product Description


আবার অশালিন প্রশ্নের মুখে সানি লিওন। সে বার নিজেকে সংযত রেখে প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিলেন
তিনি। এ বার আর সহ্য করেননি। সোজা চড় কষিয়ে দিলেন ওই প্রশ্নকর্তাকে। আর তাই নিয়ে এখন তোলপাড় বলিউড। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরতে। একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফর্ম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাঁকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, “আগে আপনি পর্ন স্টার ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং এখন আপনি কত টাকা নেন?” প্রশ্ন শুনেই রেগে ওঠেন সানি। তবু নিজেকে সংযত রেখে পাল্টা প্রশ্ন করেন, ‘‘কী বললেন? আর এক বার বলুন!’’ এর পর প্রশ্ন আরও স্পষ্ট, আরও অশালিন হয় ধেয়ে আসে সানির উদ্দেশে। এ বার সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় জানতে চান, “রাতের প্রোগ্রামের জন্য এখন আপনার চার্জ কত?” নিজেকে আর সংযত রাখতে পারেননি। এই চরম অভব্যতা আর সহ্য করেননি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে।
এই হুলুস্থুল কাণ্ডের মধ্যে আতান্তরে পড়ে গিয়েছিলেন উদ্যোক্তারা। ক্ষিপ্ত, অপমানিত সানি অনুষ্ঠানে যোগ না দিয়েই ফিরে যাবেন, আশঙ্কা করছিলেন তাঁরা। কিন্তু পেশাদার ব্যক্তিত্বের মতোই তাত্ক্ষণিক ঘটনার রেশ কাটিয়ে, নিজেকে সংযত করে নির্ধারিত অনুষ্ঠানের মঞ্চে গিয়ে হাজির হন তিনি।
ওই রিপোর্টারের বিরুদ্ধেও কোনও অভিযোগ দায়ের করেননি সানি। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বামী ড্যানিয়েল ব্যাখ্যা দিয়েছেন, ‘‘সাংবাদিককে যা জবাব দেওয়া সানিই দিয়ে দিয়েছে, সেই কারণেই আর পুলিশে জানানো হয়নি।...তবে এর পর গুজরাতে আসার আগে হাজারবার ভাববে সানি।”
সানি লিওনের সঙ্গে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। কিছু দিন আগেই একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাত্কারে তাঁর অতীতের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। ইন্টারভিউ-এর অ্যাঙ্কর বার বার সানিকে ‘পর্ন কুইন’ বলে সম্বোধনও করেছিলেন। তা নিয়ে তোলপাড় হয় বলিউড-সহ দেশের বিভিন্ন মহল। এই অসভ্যতা আর অপমানের বিরুদ্ধে মুখ খুলে সানির পাশে দাঁড়ান আমির খান, প্রিয়ঙ্কা চোপড়ার মতো অনেকেই। সে বার বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন সানি। এ বারও হয়ত বাড়ি ফিরে কাঁদবেন। এক দল মানুষের এই ধরণের কুত্‌সিত ইঙ্গিতের মুখে বার বার হয়ত পড়তেই হবে তাঁকে। কিন্তু কান্না ছাপিয়ে এই সপাটে চড়ের মধ্যে সেই মানুষ সানির দেখা মিলল, যাঁর সহ্যেরও একটা সীমা আছে।

0 Reviews:

Post Your Review