হোসেনকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করেছে।
শনিবার রাত নয়টায় তার কাছ থেকে উদ্ধারকৃত পাঁচটি দেশীয় তৈরি বন্দুক, একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় র্যাব ১১ সি.পি.পি (৩) ডি.এ.ডি মো: নুরুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানায়, শুক্রবার রাতে র্যাবের নিয়োমিত টহল দেয়ার সময়ে উপজেলার আট নম্বর সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত: রফিকউল্লার পুত্র সন্ত্রাসী জাকিরকে আটক করে। এসময় র্যাব তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় চারটি হত্যা মামলা সহ মোট ১১ টি মামলা রয়েছে।
0 Reviews:
Post Your Review