
শিশু আয়লান কুর্দির চাইতে
ও অনেক বেশী হৃদয়বিদারক। মৃত ইয়াসিন শাকুর ফুটপাথকে আলিঙ্গন করে ময়লার ব্যাগ হাতে জড়িয়ে রেখে শুয়ে আছে। এই ফুটপাথ আর ময়লার ব্যাগ তার কাছে মানুষরূপী হয়েনাদের চাইতেও প্রিয়। শেষনিঃশ্বাস ত্যাগ করার সময় তার পাশে কেউ ছিলনা তার কচি হাতটা ধরার। শেষ বিদায়ের সময় তার কপালে চুম্বন দেওয়ার মতও
কেউ ছিলনা,তাকে সমাহিত করারও কেউ ছিলনা! মৃত্যুর পর তার লাশ রাস্তার কুকুরের খাদ্যহয়! হায়! ক্ষুধার্ত কুকুরটিও হয়ত জানত না এই মুসলিম ছেলেটি তার চাইতেও কতটা দুর্বল আর ক্ষুধার্ত ছিল! কতটা ঐক্যহীন!
এখন আমার প্রশ্ন হলো ওতো মুসলিম ছিলো, যাদের কারনে তার এই পরিনতি তারা ও মুসলিম। যেখানে মুসলিম জাতিকে বলা হয়েছে একটা শরীরের মতো হতে যেনো শরীরের এক যায়গায় আঘাত লাগলে সারা শরীরে অনুভব হয়। যেখানে কোরানে বলা হয়েছে মুসলিমদের সীসা ঢালা প্রাচিরের মতো ঐক্যবদ্ধ্য হতে সেখানে কি হচ্ছে এসব। আমাদের নিজেদের দেশেই তো আমাদের ইসলামি দলগুলো বহুদলে বিভক্ত। তারা এক দল আরেক দলকে বিকৃত আকিদা হিসেবে গন্য করে। আমার প্রচন্ড হাসি পায়; যখন দেখি এরাই আবার আমাদের আশ্বাস দেয় যে এরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমাদের সুখের সাগরে ভাসিয়ে দিবে। যারা নিজেরাই বিশৃঙ্খল তারা নাকি সুখে রাখবে! একেই বলে বোকার সর্গে বাস।
0 Reviews:
Post Your Review