ধর্ষনের পর হত্যা করা হয়েছে সোহাগীকে

রাস্তার ওপর পড়ে আছে জুতা...ছেড়া
চুল...একটু দূরে মোবাইল ফোন...আর একটু
দূরে গলা কাটা লাশ ! কান থেকে
তখনো রক্ত ঝরে পড়ছে... ধর্ষনের পর
হত্যা করা হয়েছে সোহাগীকে।
ঘটনাটা কুমিল্লা সেনানিবাস
এলাকায়। নিহত সোহাগী জাহান তনু
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে
ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
দেশের সবচেয়ে নিরাপদ স্থান
হিসেবে ধরা হয় ক্যান্টনমেন্ট
এলাকাগুলোকে ! সবচেয়ে নিরাপদ
জায়গাতেই যদি সন্ধ্যায় একেবারে
চেকপোস্টের কাছেই ধর্ষন হত্যা হয়
তাহলে আর কোথায় নিরাপদ থাকবো
আমরা ? ঘটনার দুদিন পরেও
সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো
বিবৃতি দেওয়া হয়নি। মামলায়ও কোনো
উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাহলে কি
হাজার ঘটনার ভিড়ে বিচার ছাড়াই
ধামাচাপা পড়ে যাবে আরেকটি
হত্যাকান্ড? আর কত চুপ থাকবো আমরা ?
আজ সোহাগীকে মেরেছে, কাল আমার
বোনকে মারবে... পড়শু আপনার বোনকে
মারবে... দাবি শুধু একটাই... সোহাগী
আমাদের বোন... আমরা আমাদের বোন
হত্যার বিচার চাই...
0 Reviews:
Post Your Review