প্রয়াত প্রাক্তন কিউই তারকা মার্টিন ক্রো 
ওয়েলিংটন, ৩ মার্চ : প্রয়াত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মার্টিন ক্রো। বৃহস্পতিবার অকল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৫৩ বছরের এই বিধ্বংসী ব্যাটসম্যান। বেশ কিছুদিন ধরেই শরীরে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল। সেই ক্যান্সারই কেড়ে নিল একসময়ের কিউই তারকাকে।
এদিন পরিবারের পক্ষ থেকে বিবৃতি জারি করে মার্টিন ক্রোর মৃত্যু সংবাদ জানানো হয়। নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যানের মৃত্যুতে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বহু ক্রিকেটার। মার্টিন ক্রোর একসময়ের সতীর্থ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ‘মার্টিন ক্রো আমার এবং আরও অনেকের কাছে অনুপ্রেরণা।’
১৯৮২ থেকে ১৯৯৫ পর্যন্ত ‘ব্ল্যাক ক্যাপস’-এর অধিকারী ছিলেন মার্টিন ক্রো। দলকে নেতৃত্বও দিয়েছেন বেশ কিছুদিন। দেশের হয়ে ৭৭টি টেস্টে ৪৫.৩৬ গড় রেখে ৫,৪৪৪ রান করেছিলেন তিনি।
এদিন পরিবারের পক্ষ থেকে বিবৃতি জারি করে মার্টিন ক্রোর মৃত্যু সংবাদ জানানো হয়। নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যানের মৃত্যুতে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বহু ক্রিকেটার। মার্টিন ক্রোর একসময়ের সতীর্থ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ‘মার্টিন ক্রো আমার এবং আরও অনেকের কাছে অনুপ্রেরণা।’
১৯৮২ থেকে ১৯৯৫ পর্যন্ত ‘ব্ল্যাক ক্যাপস’-এর অধিকারী ছিলেন মার্টিন ক্রো। দলকে নেতৃত্বও দিয়েছেন বেশ কিছুদিন। দেশের হয়ে ৭৭টি টেস্টে ৪৫.৩৬ গড় রেখে ৫,৪৪৪ রান করেছিলেন তিনি।
0 Reviews:
Post Your Review