এক দু’টি টুকরো নয়। লুকিয়ে আছে টন টন সোনা। এই সোনা লুকিয়ে আছে সমুদ্রের অতলে। সমুদ্রের গভীরে সত্যিই লুকিয়ে আছে বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছে এমনই
চাঞ্চল্যকর তথ্য।
আরওভি ডিপ ডিসকভার নামে একটি নৌযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। আটলান্টিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হয়। সমুদ্রের তলায় ডুবে থাকা সোনার পরিমাণ কম করে হলেও ২ লাখ টন। অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় মাইল দু’য়েক ছড়িয়ে আছে এই সোনার খনি।
অভিযাত্রী দলের আরও দাবি, শুধুমাত্র এই টুকুই সোনা নয়। অন্তত ৩ লাখ ডুবন্ত সোনা থাকতে পারে। যেহেতু সোনা সমুদ্রের নোনা জলে গুলে গিয়েছে তাই অভিযাত্রীদের অনুমাণ এত বিপুল পরিমাণেই সোনা পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা পানিতে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ।
তাই আর চিন্তা কিসের। ভুতের রাজার বর পাওয়ার মতো এ বার আর হাতে তালি না দিয়ে বরং লিটার লিটার সমুদ্রের নোনা জল জমান। তাতেই হবে কেল্লাফতে। মিলবে অমূল্য রতন
অভিযাত্রী দলের আরও দাবি, শুধুমাত্র এই টুকুই সোনা নয়। অন্তত ৩ লাখ ডুবন্ত সোনা থাকতে পারে। যেহেতু সোনা সমুদ্রের নোনা জলে গুলে গিয়েছে তাই অভিযাত্রীদের অনুমাণ এত বিপুল পরিমাণেই সোনা পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা পানিতে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ।
তাই আর চিন্তা কিসের। ভুতের রাজার বর পাওয়ার মতো এ বার আর হাতে তালি না দিয়ে বরং লিটার লিটার সমুদ্রের নোনা জল জমান। তাতেই হবে কেল্লাফতে। মিলবে অমূল্য রতন
0 Reviews:
Post Your Review