অভিনেত্রী বাঁধন ২০১০ সালের ৮ সেপ্টেম্বর পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যবসায়ী সনেটের সঙ্গে বিবাহবন্ধনে
আবদ্ধ হন। পাঁচ বছরের মধ্যেই স্বামীর নিকট আলাদা হয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ঘোষণা দিয়ে অভিনয় থেকে সরে গিয়েছিলেন শুধু মাত্র স্বামী আর সংসারেরর জন্য। বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নেন। কন্যা সন্তান মিশেলের জন্মের তাঁকে নিয়েই ব্যস্ত ছিলেন। গত দু বছরের বেশি সময় ধরে তিনি স্বামী সংসার ছেড়ে বাবার বাড়ি থাকছেন। সন্তানের লেখা পড়া আর নিজের খরচ জোগাড়ের তাগিদে আবারো অভিনয়ে নিয়মিত হন তিনি। তবে প্রতিদিনই শুটিং নয়। সন্তানকেও কিছুটা সময় দিতে চান তিনি। আলাদা থাকার এই বিষয়টা নিয়েই মিডিয়ায় গুঞ্জন চলছিল। সে গুঞ্জনই বোধহয় সত্যি হতে চললো। বাঁধন বলেন, আমরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছি এটা সত্য। এখনো প্রাতিষ্ঠানিক কিছু হয়নি আমাদের মধ্যে। তবে হয়তো শিগগিরই আমরা প্রাতিষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাবো। বিষয়টা খুবই স্পষ্ট স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
0 Reviews:
Post Your Review