WiFi পাসওয়ার্ড হ্যাক করবেন যেভাবে - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
হ্যাকিং টিপস
WiFi পাসওয়ার্ড হ্যাক করবেন যেভাবে

WiFi পাসওয়ার্ড হ্যাক করবেন যেভাবে

হ্যাকিং টিপস
Short Description:

Product Description

যারা WiFi ব্যবহার করেন তারা প্রত্যেকেই জানেন যে
 WiFi পাসওয়ার্ড কি। WiFi-এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, সেটা আসলে পাসওয়ার্ড না, এটা এক প্রকার সিকিউরিটি কি। যারা ওয়াইফাই কনফিগার করেন, তারা এই বিষয়টি জানেন। আমাদের মধ্যে যারা ওয়াইফাই ব্যবহার করেছেন, তারা হয়তো অনেকেই জানিনা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ওয়াইফাই পাসআমরা কম্পিউটারে যারা ওয়াইফাই ব্যবহার করি, তারা প্রত্যেকেই জানি, কম্পিউটারের মনিটরের ডান কোনায় নিচের দিকে এমন একটি WiFi-এর আইকন আছে। ছবিটি দেখুন।ওয়ার্ড বের করতে হয়। তাহলে আর দেরি কেন, এখনই জেনে নেই পদ্ধতিটি কি?
w1
এটার উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বোতাম ক্লিক করে Open Network and Sharing Center-এ ক্লিক করুন। একটা উইন্ডো আসবে। উইন্ডো-টা ভাল করে খেয়াল করুন। এখানে বাম পাশের উপরের দিকে Manage Wireless networks-লেখা আছে, এটাতে ক্লিক করুন। নিচের উইন্ডো-টা খেয়াল করুন
w2
এবার অন্য আরও একটি উইন্ডো আসবে। নিচের ছবিটির মত করে। ভাল করে খেয়াল করুন, আপনি যেসব ওয়াইফাই ব্যবহার করেছেন, এখানে সবগুলোর লিস্ট দেখা যাচ্ছে।
w3
এবার আপনি যেই WiFi-এর পাসওয়ার্ড/সিকিউরিটি কি দেখতে চান সেটার উপর মাউসের ডান বোতাম ক্লিক করে Properties-এ ক্লিক করুন। নিচের ছবিটা খেয়াল করুন।
w4
এবার একটি উইন্ডো ওপেন হবে। এখানে Security ট্যাব সিলেক্ট করুন। তারপর নিচের Show characters-এর চেক বক্সে ক্লিক করুন। ব্যাস, এখন আপনি Network security key-টেক্সট বক্স-এ সিকিউরিটি কী অথবা পাসওয়ার্ড দেখতে পাবেন। নিচের ছবিটা ভাল করে খেয়াল করুন।
w5
এই পদ্ধতিটা Windows-7, Windows-8, Windows-8.1 এবং Windows 10-এর জন্য প্রযোজ্য।


Hi,My Name Is Md Motalib Hossain. I am Admin of this blog.I love blogging and I like to share things which I know.
Follow Me On Twitter Or Facebook

0 Reviews:

Post Your Review