শাহ স্মৃতি পরিষদ। ১৯ সেপ্টেম্বর সালমানের ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকামেলা। জন্মদিনের বিকেলে এফডিসি চত্বরে হবে এ আয়োজন। উদ্বোধন করবেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
শাহিদা স্বর্ণা থাকেন নোয়াখালীর জেলা শহর মাইজদীতে। স্ত্রী, মা, পুত্রবধু, সন্তান- সব ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচিতি ‘সালমান শাহর ভক্ত’। মানুষ তাকে এ পরিচয়েই জানে। ১৯ বছর পেরিয়ে গেছে প্রিয় নায়ক নেই। তবুও তিনি আগের মতোই ভালোবাসেন তাকে। আগলে রেখেছেন সালমানের অসংখ্য পোস্টার, ভিউকার্ড।
সংগঠনটি আরও সম্মাননা দেবে ফেরদৌস, মৌসুমী রুবেল, কনকচাঁপা, আগুন, অমিত হাসান, জায়েদ খান, সোহানুর রহমান সোহান ও দেলোয়ার জাহান ঝন্টুকে। তারকা, শিল্পী, নির্মাতার বাইরে এবারই প্রথম একজন সালমান-ভক্তকে সম্মাননা দিচ্ছে তারা। অনুষ্ঠান শুরু হবে ওই দিন বিকেল ৫টায়।
0 Reviews:
Post Your Review