উড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্লেন - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
উড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্লেন

উড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্লেন

Short Description:

Product Description


আগামী বছর আকাশে উড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড়
প্লেন। স্ট্র্যাটোলঞ্চ ক্যারিয়ার এয়ারক্রাফ্ট নামের এই প্লেনটিকে আদতে একটি ‘সুপার প্লেন’ বলা যেতে পারে। বিশাল ডানাসহ এই প্লেন ইতোমধ্যেই পৃথিবীবাসীর নজর কেড়েছে।
প্রস্তুতকারকরা বলছেন, এই প্লেন একবার রানওয়ে থেকে উড্ডয়ন করে ২০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে আসতে পারবে। এছাড়া এটি হবে অন্য সব প্লেন থেকে আলাদা।
স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্টের ইঞ্জিন থাকবে ছয়টি। এর প্রত্যেকটি আবার ৭৪৭ ক্লাসের। আর এটির ডানা হবে একেকটি ৩৮৫ ফুট লম্বা। বিশাল বড় এই সুপার প্লেনের ওজন হবে ১ লাখ ২০ হাজার পাউন্ড। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, আগামী বছর থেকে এটি আকাশে উড়তে শুরু করবে। এরচেয়ে বেশিকিছু বলতে এখনই রাজি নয় তাঁরা।
বিশ্বের সবচেয়ে বড় এই প্লেনের নাম দেয়া হচ্ছে ‘ড্রিম ক্যাচার’। এতো বড় একটা প্রকল্পের চিন্তা বের হয়েছেও অনেক বড় দু’জনের মাথা থেকে। মাইক্রোসফটের সহ-কর্ণধার পল অ্যালেন ও বার্ট রুটানের মস্তিষ্কপ্রসূত এই স্ট্র্যাটোলঞ্চ প্লেন। ধারণা করা হচ্ছে, প্লেনটি নিজের শ্রেণিতে সর্বশ্রেষ্ঠ বিমান হবে। 

0 Reviews:

Post Your Review