গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অযৌক্তিক
সিদ্ধান্তের প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত আগামী রোববারের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমে গিয়েছে সেখানে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কোনো যুক্তি নেই। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। কাজেই সরকার জনগণের সুখ-দুঃখের কথা ভাবে না। সরকার চায় অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে। জনগণের ঘাড়ে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকার লুটপাট এবং ভোগ বিলাসে ব্যস্ত। তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্পে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পরিবহণ ও বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হুহু করে বাড়ছে। সীমিত আয়ের দরিদ্র লোকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। সে দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে, এ সরকার জনগণের কল্যাণ চায় না। সরকার অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। জামায়াতের এ নেতা গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন
0 Reviews:
Post Your Review