মনোহরগঞ্জে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
মনোহরগঞ্জে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

মনোহরগঞ্জে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

Short Description:

Product Description

মনোহরগঞ্জে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
কুমিল্লার মনোহরগঞ্জে ২ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার
করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদেরGaza-Arrestভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহা সড়কের উপজেলার নাথেরপেটুয়া হাতিমারা থেকে আবদুল  আজিজ রকি (৩০) ও মনির হোসেন (৩২) কে গ্রেফতার করে  মনোহরগঞ্জ থানা অফিসার ইনাচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নের্তৃত্বে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আবদুর রহিম ও এএসআই মহিন, পুলিশ জানায় তাদেরকে ২ কেজি গাঁজা সহ নাথেরপেটুয়া হাতিমারা থেকে গ্রেফতার করা হয়। আবদুল আজিজ রকি লক্ষীপুর জেলার রামগতি থানার শিক্ষা গ্রামের আবদুল মান্নানের ছেলে, অপর আসামী মনির হোসেন উপজেলার হাতিমারা সের বাড়ি আরব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়, মামলা নং- ৩।
এ ছাড়া ওয়ারেন্টভূক্ত ২ জন আসামী লক্ষনপুরের আলী আক্কাছের ছেলে মোঃ মোবারক হোসেন ও ভাউপুর গ্রামের অজি উল্লার ছেলে শাহ আলম কে গ্রেফতার করে মনোহরগঞ্জ থানার এসআই আবদুল হাই। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের নের্তৃত্বে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা পুরোপুরি বিজয় না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

0 Reviews:

Post Your Review