আশরাফুলকে দলে ফেরানো নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
আশরাফুলকে দলে ফেরানো নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি

আশরাফুলকে দলে ফেরানো নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি

Short Description:

Product Description

আশরাফুলকে দলে ফেরানো নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবিস্পোর্টস ডেস্ক : এক সময়ের দেশ সেরা
ক্রিকেটারের উপমাটা ছিল মোহাম্মদ আশরাফুলের। আশরাফুলের উজ্জ্বল ম্যাচগুলো স্বরণীয় হয়ে আছে টাইগারভক্তদের হৃদয়ে। তবে এবার সেই আশরাফুলের পালে নতুন হাওয়া। অন্যদিকে টাইগারভক্তদের জন্য সুসংবাদ এটি। আশরাফুল অদৌ কি দেশের ক্রিকেটে ফিরবেন? বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মেয়া শেষ হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে দলে সুযোগ দেবে? ভক্তদের এসব প্রশ্নের উত্তর যেন মিলতে যাচ্ছে। আশরাফুলকে নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিশেষ প্রক্রিয়া শেষে অন্যদিকে শাস্তির মেয়াদ শেষ হলেই দলে ফিরবেন তিনি। অপরাধমুক্ত আশরাফুলকে অর্থাৎ যে আশরাফুল কেলেঙ্কারিতে জড়িয়েছে সেই আশরাফুলকে যেন নয়, তাকে নতুনরুপে দলে ফেরানোর চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিসেম্বরেই আশরাফুলকে নিয়ে এই মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুর্নীতি বিষয়ে বিসিবি ও আইসিসির প্রশিক্ষণে অংশ নিবেন আশরাফুল। এর পরেই জানা যাবে যে, তিনি কখন মাঠে নামবেন।

0 Reviews:

Post Your Review