শুধু প্রাণ নিয়ে বেচে থাকলেই বেচে থাকা নয় - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
শুধু প্রাণ নিয়ে বেচে থাকলেই বেচে থাকা নয়

শুধু প্রাণ নিয়ে বেচে থাকলেই বেচে থাকা নয়

Short Description:

Product Description


শুধু প্রাণ নিয়ে বেচে থাকলেই বেচে থাকা নয়,
শুধু সাকালে বিকালে দু মুটো খেতে পারলেই জীবন ধারন নয়,
শুধু এদিক উদিক ঘুরতে পারলেই সাধীনতা বা অধিকার নয়,
শুধু উচু উচু দালান কোটা নির্মান করলেই তা উন্নতি নয়,,,,,,,,,,,,,,,,,,,
যেখানে হাজার হাজার মানুষের মরা কান্না,,,,,,
যেখানে এক বুক চিন্তা আর হৃৎপিন্ড কাপানোর নিস্বাস
যেখানে বুট জুতার আঘাতে চিরে যায় নিরীহ মানুষের পিটের চামরা
যেখানে বারুদের গন্ধে বন্ধ হয়ে যায় নিস্বাস,,,,,
সেই জায়গায় কি মানুষের সুখ থাকতে পারে???
যেখানে সব সময় দমক দেখিয়ে তাকানো চোখ
মাথার উপরে আগুনের ল্বাভা
নির্যাতন নামক শিখলে বন্দি থাকা,,,
সেই জায়গায় কি মানুষের অধীকার থাকতে পারে???
যেখানে রাত হলে বুকে ভয় নিয়ে ঘুমানো,,,,,
যেখানে বন্দুকের শব্দে পেটে যায় কানের পদ্মা
দুর থেকে দেখা যায় ঘর পোরা আগুনের ল্বাভা
সেই জায়গায় কি মানুষের সুখ থাকতে পারে???
যেখানে ছেলে হারানো মায়ের কান্না
জীবন বাচানোর জন্য ঝোপের আরালে লুকিয়ে থাকা অগনিত মানুষের ক্ষিধার জ্বালা
ইজ্জত হারানো মা বোনের কপাল চাপরানো কান্না
বন্দুকের গুলি থেকে বাচার জন্য নিজের
ঘর সেরে পালিয়ে থাকা,,,,,,,
সেই জায়গায় কি সুখের বাতাস বয়তে পারে???
যে জায়গায় রাইপেল, মটার, শব্দ করে,,,
যে জায়গায় নিরীহ মানুষের রক্ত ঝরে।
যেখানে আত্নিয় স্বজন হারানো কান্না শোনে
সেই জায়গায় কি দয়া মায়া থাকতে পারে????
যেখানে যাক যাক মানুষ মেরে পেলা হয়
পাকা ধান কেড়ে নেয়া হয়
বৌদ্ধ মুর্ত্তি ভেঙ্গে দেয়া হয়
সেই জায়গায় কি মানবতা থাকতে পারে???
যে জায়গায় মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়,
যেখানে দুখের ঊৎপাদিত ভাত
সুখে খাওয়া যায় না
সেই জায়গায় কি সত্যের জয় হতে পারে???
যতই অত্যাচার চলবে চলুক
যতই হিংসার আগুন জ্বলবে জলুক
দুখের দিন সারা জীবন থাকবে না
সত্যর জয় এক দিন হবেই হবে
একতার জয় হবেই হবে।

0 Reviews:

Post Your Review