সৌদি আরবে ১৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
Recent post
সৌদি আরবে ১৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে ১৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Short Description:

Product Description


চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগ মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্য মক্কায় ১২ জন আর মদিনায় ৬ জন মারা যান।
মৃতরা হলেন-জামালপুর জেলার মো. জহরুল হক (৬১), ময়মনসিংহ জেলার মো. আব্দুল জলিল (৮৭), ঢাকার রমনা এলাকার বাহরুল হোসাইন (৬৯), কুমিল্লা জেলার মো. সোহেল আহমেদ (৩৬), মাদারীপুর জেলার মো. হামেদ হাওলাদার (৬৬), ঢাকা জেলার বদিউজ্জামান (৬২), কিশোরগঞ্জ জেলার মো. আব্দুল আসেন (৬৯), বগুড়া জেলার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদী জেলার আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রাম জেলার লায়লা বেগম (৭২), গাইবান্ধা জেলার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), নওগাঁ জেলার মোহাম্মদ আফজাল হোসেন (৭৯), যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লা জেলার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুর জেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুর জেলার মোহাম্মদ আমবার আলী (৫২), ঢাকার শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১) ও কুমিল্লা জেলার সফিকুল ইসলাম (৬৫)।

0 Reviews:

Post Your Review