মশা তাড়ান প্রাকৃতিক উপায়ে - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
ইসলামের কথা স্বাস্থ্য তথ্য
মশা তাড়ান প্রাকৃতিক উপায়ে

মশা তাড়ান প্রাকৃতিক উপায়ে

ইসলামের কথা স্বাস্থ্য তথ্য
Short Description:

Product Description


বর্ষা চলে গেলেও থেকে যায় মশার
উপদ্রব। শীত যত কাছে আসতে থাকে ততই বাড়তে থাকে মশা। মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও। তাই জেনে নিন মশা তাড়ানোর পাঁচটি প্রাকৃতিক উপায়। ১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। ২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোওয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে ঘরে মশা ঢুকবে না। আপানর ঘুম হবে শান্তির। ৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন। ৪. মশা মারার ওষুধে কর্পূর থাকে। তাই মশা দূরে রাখতে বন্ধ ঘরে কর্পূর জ্বালান। ৫. রসুন থেকে শত হাত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার এই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা কাছে ঘেষবে না। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/52695#sthash.LU3GQodM.dpuf

0 Reviews:

Post Your Review