মাশরাফি জীবনের সবচেয়ে কষ্টের কথা বললেন, শুনলে কেউ না কেঁদে পারবে না - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
মাশরাফি জীবনের সবচেয়ে কষ্টের কথা বললেন, শুনলে কেউ না কেঁদে পারবে না

মাশরাফি জীবনের সবচেয়ে কষ্টের কথা বললেন, শুনলে কেউ না কেঁদে পারবে না

Short Description:

Product Description

মাশরাফি বিন মর্তুজার অনেক
কিছু জানা থাকলেও এবার তিনি এমন কিছু কথা বলেছেন যা কেউ জানে না। মাশরাফির কাছে তার জীবনের সবচেয়ে কষ্টের বিষয়টি জানতে চাওয়া হয়।
তখন মাশরাফি নিজে যা বললেন তা শুনে কেউ না কেঁদে পারবে না। ক্রিকেটের জন্য হুইল চেয়ারই হবে যে ক্রিকেটারের ঠিকানা সেই মাশরাফির জন্য আলাদা অনুভূতির শেষ নেই ভক্তদের।
এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে কষ্টকর মূহুর্ত নিয়ে কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, এ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ২০১১ সালে যখন বাদ পড়লাম ঐ কথাই বলতে হবে।

মাশরাফি আক্ষেপ করে বলেন, দেশের মাটিতে বিশ্বকাপের আসর বসল কিন্তু আমি ছিলাম মাঠের বাইরে। সেই বিশ্বকাপে আমাকে দলে নেয়া হলো না। এটি আমার জন্য অনেক কষ্টের।
এর পরে অন্যান্য কষ্টের দিক নিয়ে তিনি বলেন, ইনজুরি তো আমাকে কম ভোগায়নি। আমার জীবনের অনেক ছন্দপতন এই ইনজুরির কারণেই।
এর পরে তিনি বলেন, মাঞ্জারুল রানার মৃত্যুতে কম কষ্ট পাইনি তিনি। মাশরাফি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি।
এর আগে মাশরাফির জন্য তার মায়ের ত্যাগ নিয়ে কথা বলেন।

0 Reviews:

Post Your Review