মন্ত্রণালয়ে না গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন করেই প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট
ভিসা ইস্যু করছে সৌদি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী সংবাদমাধ্যম প্রকাশ হয়, ভিসা অফিসে উপস্থিত না হয়ে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করে ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা। ভিসা অফিসে ভিড় কমানো এবং সময় বাঁচানোর জন্যই মূলত অনলাইনে ভিজিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশের পরেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়।
অনলাইনে ভিসার আবেদনকারীকে অবশ্যই তার ইকামা (রেসিডেন্স পারমিট) সহ যাবতীয় তথ্য সঠিকভাবে অনলাইনে সাবমিট করতে হবে। সে সঙ্গে তার পরিবারের পাসপোর্টসহ সব কাগজপত্র সঠিকভাবে অনলাইনে জমা দিতে হবে।
0 Reviews:
Post Your Review