আমাদের দেশ এবং দেশের অর্থনীতি দুটোই
অনেক ছোট কিন্তু সেই তুলনায় জনসংখ্যা
অনেক বেশি হওয়ায় বেকারত্বের হার অনেক
বেশি। প্রতিবছর লক্ষাধিক ছাত্র ছাত্রী
তাদের উচ্চ শিক্ষা শেষ করে চাকুরি বাজারে
পদার্পণ করে। আমি চাকুরি বাজার বলছি এই
জন্যে যে প্রায় প্রতিটি ভাল চাকুরির জন্যে
লক্ষাধিক শিক্ষার্থী প্রতিযোগিতামূলক
পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। এসব পরীক্ষায়
অধিকাংশও পরীক্ষার্থীই প্রস্তুতি না নিয়ে
অংশগ্রহন করে থাকে। ফলে লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ হতে পারে না আর ২/৪ টি পরীক্ষায়
অংশগ্রহন করেই হতাশার বৃত্তে ঘুরপাক খেতে
থাকে।
আমি আমার বন্ধুমহলে এমন অনেকজনকে
দেখেছি যাদের একাডেমিক রেজাল্ট অনেক
ভাল কিন্তু সে তুলনায় ভাল চাকুরি পায় নি
আর তার একমাত্র কারন চাকুরি বাজারের
জন্যে নিজেকে যথাযথভাবে সময়মত প্রস্তুত না
করা।
অনেকের ধারনা লোক না থাকলে বোধ হয়
ব্যাংক বা অন্য কোন ভাল প্রতিষ্ঠানে চাকুরি
পাওয়া যায় না। তাদের এই ধারনাটা সম্পূর্ণ
ভুল। আমার দেখা প্রায় ১০/১২ জন আছে যারা
তাদের নিজের যোগ্যতায় ব্যাংকে চাকুরি
পেয়েছে।
আমি নিজে পর্যালোচনা করে দেখেছি
বেশিরভাগ ক্ষেত্রেই চাকুরি পরীক্ষায়
অংশগ্রহণকারীরা জানেন না কিভাবে
প্রস্তুতি নিতে হয় বা প্রস্তুতি শুরু করতে হয়।
আরও একটি সমস্যা হল অনেক শিক্ষার্থী
চিন্তা করে অনার্স বা মাস্টার্স পরীক্ষা
শেষ করে প্রস্তুতি শুরু করবে। আমি বলব এটি
অন্যতম এবং প্রধানতম কারন চাকুরি না
পাওয়ার বা পরীক্ষায় উত্তীর্ণ না হবার।
প্রস্তুতি নেয়ার উপায় ও কিছু কৌশলঃযারা
বিবিএ/এমবিএ করছেন তাদের প্রায় প্রত্যেকের
স্বপ্ন ব্যাংকার হবার। এর পেছনে অন্যতম
কারন আকর্ষণীয় বেতন। ব্যাংক ও কিছু
বহুজাতিক প্রতিষ্ঠান ছাড়া চাকুরির শুরুতে এত
ভাল বেতন কেউ প্রদান করে না। আমি আমার
এই লেখায় যারা এখন বিবিএ/এমবিএ করছেন
তাদের জন্য কিছু সাজেশন বা প্রস্তুতির উপায়
বলার প্রয়াস দেখিয়েছি। আশা করি কিছুটা
হলেও উপকারে আসবেঃ
১) সবার আগে জানতে হবে ব্যাংকে কি ধরনের
প্রশ্ন হয়। এর জন্যে বাজারে বেশ কিছু ব্যাংক
জব প্রশ্নের সমাধান বই পাওয়া যায়। এসব বই
থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো দেখলে একটি
পরিষ্কার ধারনা পাওয়া যাবে।
২) একটু খেয়াল করলেই দেখা যাবে প্রায় সব
ব্যাংকের প্রশ্ন একই ধরনের হয়।
৩) সাধারনত বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ
এবং লিখিত এই দুই ভাগে প্রশ্ন হয়ে থাকে।
৪) MCQ ভাগে পাশ করতে না পারলে পরের
অংশের খাতা দেখা হয় না।
৫) MCQ অংশে ইংরেজি, অংক ও সাধারন
জ্ঞান এই তিন ধরনের প্রশ্ন হয়। অবশ্য
সাম্প্রতিক কিছু প্রশ্ন যাচাই করে দেখা
গেছে কম্পিউটার সম্বন্ধিত কিছু প্রশ্ন থাকে।
৬) আর লিখিত অংশে অনুবাদ, অনুচ্ছেদ
(Paragraph), বড় অংক ইত্যাদি থাকে।
৭) Analytical Ability সম্বন্ধিত কিছু প্রশ্নও
থাকে ব্যাংকের পরীক্ষাগুলোতে।
0 Reviews:
Post Your Review