মাইক্রোব্লগিং সেবা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)’-এর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। টুইটারে একটি অ্যাকাউন্টই ‘ফলো’ করছেন পশ্চিমা শক্তির চক্ষূশূল এই ব্যক্তি, আর সেই অ্যাকাউন্টটি এনএসএর!
স্নোডেন বর্তমানে মস্কোতে অবস্থান করছেন বলে
ধারণা করা হয়। অ্যাকাউন্ট খোলার নয় ঘন্টার মধ্যে সেটা ভেরিফাই করে টুইটার। আর এখন পর্যন্ত টুইটারে স্নোডেনের ফলোয়ার সংখ্যা ৭ লাখ ১০ হাজারের বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
“ক্যান ইউ হিয়ার মি নাও?”-- অ্যাকাউন্ট খোলার পর এটিই ছিল স্নোডেনের প্রথম টুইট। নিজের প্রোফাইলে তিনি বলেছেন, “আগে সরকারের জন্য কাজ করতাম, এখন মানুষের জন্য কাজ করি।”
নিজের দ্বিতীয় টুইটে যুক্তরাষ্ট্রের নভোপদার্থবিদ নিল ডেগ্রাসি টাইসনকে উদ্দেশ্য করে রসিকতা করার সুযোগ ছাড়েননি স্নোডেন। “এখন আমরা মঙ্গলে পানি পেয়েছি! আপনি কি মনে করেন তারা সীমান্তে পাসপোর্ট দেখতে চাইবে? একজন বন্ধুর জন্য জিজ্ঞাসা করছি।”—এমনটাই লেখেন স্নোডেন।
রসিকতা বাদ দিলে টুইটারে বেশ ‘গুরুগম্ভীর’ স্নোডেন। “নায়ক, দেশদ্রোহী- আমি শুধু কণ্ঠস্বরওয়ালা একজন নাগরিক।”—নিজেকে নিয়ে তার টুইট ছিল এটাই।
গোপন নথি ফাঁসের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা স্নোডেন ফলো করছেন মাত্র একটি টুইটার অ্যাকাউন্ট। নিজের সাবেক কর্মস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর টুইটার অ্যাকাউন্ট ফলো করছেন তিনি
0 Reviews:
Post Your Review