ইন্টারনেটের ৮৯টি ওয়েবসাইট ঘেঁটে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন যে নারী - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
ইন্টারনেটের ৮৯টি ওয়েবসাইট ঘেঁটে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন যে নারী

ইন্টারনেটের ৮৯টি ওয়েবসাইট ঘেঁটে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন যে নারী

Short Description:

Product Description

ইন্টারনেটে খুঁটিয়ে দেখেছেন আত্মহত্যা কীভাবে করতে হবে? কতক্ষণে করতে হবে?এই বিষয়ে টানা ৮৯টি ওয়েবসাইট ঘেঁটে তবেই ১৩ তলা থেকে ঝাঁপ মেরেছেন ভারতের ব্যাঙ্গালুরুর ইশা হানডা। ২৬ বছর বয়সের তরুণী ইশার এই আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । ঘটনাস্থল থেকে পুলিশ ইশার ব্যাগ, স্মার্টফোন, দড়ি এবং কিছু গাঁজার প্যাকেট উদ্ধার করেছে।

রোববার দিনভর গুগুল সার্চ করে তবেই আত্মহত্যা করেছেন ইশা। ঘটনাস্থল থেকে পুলিশ তার স্মার্টফোন উদ্ধার করেছে। সেটি পরীক্ষা করে দেখা গেছে, মৃত্যুর আগে ইশা ৮৯টি ওয়েবসাইট সার্চ করেছেন। মূলত, কীভাবে আত্মহত্যা করতে হবে ? সেটিই খুঁজে দেখেছেন। এরপর বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইশার রক্ত মাখা মৃতদেহ উদ্ধার করেছে।

তবে ইশার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণ অথবা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পেশায় ফ্যাশন ডিজাইনার ছিলেন ব্যাঙ্গালুরুর এই তরুণী।ভিডিওটি দেখার জন্য নিচে ক্লিক করুন

0 Reviews:

Post Your Review