অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৬ পেস বোলারকে প্রস্তুত করছে বিসিবি - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
Recent post স্বাস্থ্য তথ্য
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৬ পেস বোলারকে প্রস্তুত করছে বিসিবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৬ পেস বোলারকে প্রস্তুত করছে বিসিবি

Recent post স্বাস্থ্য তথ্য
Short Description:

Product Description

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৬ পেস বোলারকে প্রস্তুত করছে বিসিবি
স্পোর্টস ডেস্ক : এই মাসেই ঢাকায় আসছে টিম অস্ট্রেলিয়া
। বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারা দেশের হয়ে মাঠে নামছেন এটা এখনো জানানো হয়নি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামানোর জন্যই ৬ জন পেসারকে প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে কেউ কাটার কেউবা গতি দিয়ে ঝড় তুলছে। এই ছয়জন হলেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ শহিদ, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। ধরে নেয়া যায় এখান থেকে হয়তো ৩ জনকে একাদশে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে ভালো করছেন সবাই। শফিউল তার পুরনো চমক দেখাচ্ছেন বোলিংয়ে। রান দেয়ার দিক থেকে খৈ হারানো তাসকিন বলেন, পরিশ্রম করছি, দেখা যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পাই কিনা। আল আমিন বলেন, আমার দৃষ্টি জাতীয় লিগের দিকে। এখানে ভালো করলে বিসিবি আমাকে বিবেচনা করবে।

0 Reviews:

Post Your Review