মক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন মিরসরাই ছুটি খাঁ মসজিদের খতিব - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
মক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন মিরসরাই ছুটি খাঁ মসজিদের খতিব

মক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন মিরসরাই ছুটি খাঁ মসজিদের খতিব

Short Description:

Product Description


মক্কায় ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
পেয়েছেন মিরসরাইয়ের ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদীসহ হজ পালন করতে যাওয়া কয়েকজন বাংলাদেশী। চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। এসময় মাত্র কয়েক হাত দূরে ছিলেন তিনি। মাত্র কয়েক সেকেন্ড আগে ঘটনাস্থল থেকে সরে আসায় মারাত্মক এই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। নুরুল আলম তৌহিদী জানান, 'কয়েক দিন ধরে তৃতীয় তলার ঠিক ওই স্থানে বসেই দোয়া দরুদ পড়তাম। ঘটনার দিনও অনেক্ষণ সেখানে বসে দোয়া দরুদ পড়ছিলাম। আবহাওয়া খারাপ হওয়ায় মনটা সায় দিল না সেখানে বেশিক্ষণ থাকতে। দোয়া সংক্ষিপ্ত করে কয়েকজন বাংলাদেশী সঙ্গীসহ উঠে যাই। কয়েক পা এগোতেই ওপর থেকে হুড়মুড় করে ছাদ ভেঙে পড়তে থাকে। আর তার নিচে চাপা পড়েন অনেক মানুষ। মুহূর্তের মধ্যেই পবিত্র মসজিদের ভেতরটা রক্তে লাল হয়ে যায়। চোখের সামনে বিভীষিকা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি।' তিনি আরো বলেন, এবার হজে এসে ইতিহাসের অংশ হয়ে গেলাম। অল্পের জন্য রক্ষা পাওয়াটাকে আল্লাহর বিশেষ রহমত মনে করেন তিনি। তৌহিদী জানান, ওই মুহূর্তে সেখান থেকে উঠে না এলে অনেকের মতো তাঁরাও মিশে যেতেন ধ্বংসযজ্ঞে। পরম করুণাময়ের অশেষ রহমতে তারা সম্পূর্ণ নিরাপদে আছেন। সবার দোয়া চেয়েছেন তিনি। মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে বাসিন্দা নুরুল আলম তৌহিদী গত ২৭ আগস্ট হজ পালন করতে সৌদি আরব গেছেন।

0 Reviews:

Post Your Review